Sunday, October 23, 2016

*****শ্রীকৃষ্ণকে ভালোবাসা*****

*****শ্রীকৃষ্ণকে ভালোবাসা*****

===============================================
শ্রীকৃষ্ণকে ভালোবাসার শিক্ষা গ্রহণ করলে পাপকর্ম থেকে মুক্তি লাভ হয়, পাপের কর্মফল দূর হয়, সুপ্ত কৃষ্ণপ্রেম জাগে। ভাগবতে বিভিন্ন স্থানে সর্বত্র বলা হয়েছে, এই জড় জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, তাই শ্রীগুরুর নির্দেশে ভগবানের অহৈতুকী কৃপার ফলে ,শ্রীকৃষ্ণকে ভালোবাসার পথ অনুসরণ করে সেই দুর্দশার পথ ছাড়া যায়। সমস্ত ভাগবতে সেই ভগবদ্ভক্তির রসামৃত পরিবেশন করা হয়েছে।


ভগবানের ভক্তের এক মাত্র চিন্তা হচ্ছে,
 কিভাবে তিনি ভগবানের সেবা করবেন, কিভাবে ভগবানকে তুষ্ট করবেন,
♤♤এছাড়া আর কোন বিষয়েই তিনি চিন্তা করেন না।
তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্যকর্ম করেন।
♤শ্রীকৃষ্ণ যদি চান, তবে তিনি এমন কাজও করেন, যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে। আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তাঁর অবশ্য করণীয় কর্মও পরিত্যাগ করেন।
কর্তব্য কর্ম সাধন সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে, কিন্তু কৃষ্ণভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তাঁর কর্তব্য কর্ম করে চলেন।


ভগবানের অহৈতুকী কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করেন, যার ফলে কোন রকম জড় কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোন কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না।
============================