*****ব্রহ্মা -কৃত শ্রী গোবিন্দ স্তব****(ব্রহ্ম সংহিতা )
***कृष्णस्तु भगवान स्वयं ***
১.বেণুম ক্কনন্তম অরবিন্দ দলায়াতক্ষম
বর্হ বতাং সমসিতা অম্বুদ সুন্দর অঙ্গম।
কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম
গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি।
অনুবাদ : আমি সেই আদি পুরুষ গোবিন্দ কে ভজনা করি। যিনি বেণু বাদনকারী ,যার বদন পদ্ম দলের মতো আয়ত। ময়ূর পুছ শোভিত চূড়া যিনি ধারণ করেছেন। যার অঙ্গ মেঘের ন্যায় সুন্দর ,কোটি কন্দর্পের চাইতেও যিনি কমনীয় ও বিশেষ কিশোরবেশে যিনি শোভা পাচ্ছেন।
শ্রী কৃষ্ণ গোবিন্দ
![]() |
শ্রী কৃষ্ণ গোবিন্দ |
***कृष्णस्तु भगवान स्वयं ***
১.বেণুম ক্কনন্তম অরবিন্দ দলায়াতক্ষম
বর্হ বতাং সমসিতা অম্বুদ সুন্দর অঙ্গম।
কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম
গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি।
অনুবাদ : আমি সেই আদি পুরুষ গোবিন্দ কে ভজনা করি। যিনি বেণু বাদনকারী ,যার বদন পদ্ম দলের মতো আয়ত। ময়ূর পুছ শোভিত চূড়া যিনি ধারণ করেছেন। যার অঙ্গ মেঘের ন্যায় সুন্দর ,কোটি কন্দর্পের চাইতেও যিনি কমনীয় ও বিশেষ কিশোরবেশে যিনি শোভা পাচ্ছেন।
শ্রী কৃষ্ণ গোবিন্দ