Thursday, January 23, 2025

🌼💗গোবিন্দ পরামানন্দ 💗গোবিন্দ পরমানন্দ 💗গোবিন্দ💗🌼

 🌼💗গোবিন্দ পরামানন্দ 💗গোবিন্দ পরমানন্দ 💗গোবিন্দ💗🌼


আমি সেই আদি পুরুষ গোবিন্দ কে ভজনা করি। যিনি বেণু বাদনকারী ,যার বদন পদ্ম দলের মতো আয়ত। ময়ূর পুচ্ছ শোভিত চূড়া যিনি ধারণ করেছেন। যার অঙ্গ মেঘের ন্যায় সুন্দর ,কোটি কন্দর্পের চাইতেও যিনি কমনীয় ও বিশেষ কিশোরবেশে যিনি শোভা বর্ধন করছেন , অনন্ত প্রেম বর্ধনকারী শ্রীগোবিন্দকে আমি ভাবনা করি।

        🌼💗শ্রীকৃষ্ণগোবিন্দ 💗🌼

আদি শঙ্কর রচিত "ভজ গোবিন্দম নামে বিখ্যাত স্তবটিতে আছে, "যে গোবিন্দকে ভজনা করে, সে সহজেই জন্ম ও মৃত্যুর সাগর অতিক্রম করে যায়।" অর্থাৎ, কৃষ্ণকে পূজা করলে জন্ম-মৃত্যুর চক্র বা "সংসার" থেকে মুক্তি লাভ করে, জীবাত্মা বৈকুণ্ঠে গমন করে।


ঋষিরা কৃষ্ণকে গোবিন্দ বলেন, কারণ তিনি সকল জগতকে পরিব্যাপ্ত করে থাকেন ও তাদের শক্তিমান করেন।


মহাভারত-এর "শান্তিপর্ব"-এ আছে, বিষ্ণু পাতালে তলিয়ে যাওয়া পৃথিবীকে উদ্ধার করার পর দেবতারা তাঁকে গোবিন্দ নামে স্তব করেন।


অন্যমতে, গোবিন্দ শব্দের অর্থ "সেই দেবতা, একমাত্র যাঁর বেদজ্ঞান রয়েছে।"

হরিবংশ-এ আছে, ইন্দ্র গোপালকরূপী কৃষ্ণকে স্তব করে বলেছিলেন, "মানবসমাজেও আপনি গোবিন্দ নামে পূজিত হবেন।"


মহর্ষি মহেষ যোগী, তাঁর গীতাভাষ্যে বলেছেন, গোবিন্দ শব্দের অর্থ ইন্দ্রিয়ের অধিপতি।


আনন্দময় 'ভ্যাসাত ( বেদান্ত - সূত্র 1.1.12) । বেদান্ত - সূত্র বলে, আনন্দময়, সর্বদা পূর্ণ... কৃষ্ণ , আনন্দের আধার । তাই যখনই তিনি উপস্থিত থাকেন, যে দেশে, যে দেশে, যে গ্রহে তিনি উপস্থিত থাকেন, আনন্দে পূর্ণ হয়, আনন্দ । গোবিন্দ ।

🌼💗গোবিন্দ পরামানন্দ 💗গোবিন্দ পরমানন্দ 💗গোবিন্দ💗🌼