Monday, August 15, 2016

*****ভক্ত ও ভগবানের চির মধুর সম্বন্ধ *****

*****ভক্ত ও ভগবানের চির  মধুর সম্বন্ধ *****

ভগবানের সঙ্গে তাঁর ভক্তের সম্পর্ক চিন্ময় সৌন্দর্যমণ্ডিত। ভক্ত যেমন মনে করেন যে, ভগবানের ভক্ত হওয়ার ফলে, তিনি সমস্ত সদগুণাবলী অর্জন করেছেন, তেমনই ভগবানও মনে করেন যে, তাঁর ভক্তের সেবক হওয়ার ফলে তাঁর অপ্রাকৃত মহিমা বর্ধিত হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে, ভক্ত যেমন সর্বদাই ভগবানের সেবা করার জন্য উৎকণ্ঠিত থাকেন, তেমনই ভগবানও তাঁর ভক্তের সেবা করার জন্য সর্বদা আকুল হয়ে থাকেন। এখানে ভগবান স্বীকার করেছেন যে, তাঁর শ্রীপাদপদ্মের রেণু লাভ করার ফলেই অবশ্যই তৎক্ষণাৎ মহাত্মায় পরিণত হয়ে যান, কিন্তু তাঁর সেই মাহাত্ম্যের কারণ হচ্ছে তাঁর ভক্তের প্রতি তাঁর স্নেহ। তাঁর ভক্তের প্রতি তাঁর এই স্নেহের জন্য লক্ষ্মীদেবী তাঁকে ছেড়ে কোথাও যান না, এবং একজনই নন, শত সহস্র লক্ষ্মীদেবী তাঁর সেবায় যুক্ত থাকেন। জড় জগতে লক্ষ্মীদেবীর কৃপাকণা লাভের জন্য মানুষেরা নানা রকম কঠোর তপস্যা এবং ব্রত অনুষ্ঠান করে। অথচ, স্বয়ং লক্ষ্মীদেবী ভগবানের কৃপাকণা প্রত্যাশী। ভগবান তাঁর ভক্তের কোন প্রকার অসুবিধা সহ্য করতে পারেন না। তাই তাঁকে বলা হয় ভক্তবৎসল।

No comments:

Post a Comment